ফাইল চিত্র।
ইস্টবেঙ্গল কর্তাদের কোচ চূড়ান্ত করার পরেই ফুটবলারদের সঙ্গে চুক্তির পরামর্শ দিয়েছিলেন ভাইচুং ভুটিয়া। কিন্তু লাল-হলুদ শিবিরের তরফে জানিয়ে দেওয়া হল, করোনা অতিমারির কারণে এই মুহূর্তে কোচ চূড়ান্ত করা সম্ভব নয়।
ইস্টবেঙ্গলের এক শীর্ষ কর্তার ব্যাখ্যা, ‘‘আইএসএল খেললে বিদেশি কোচ প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কোনও বিদেশি কোচকে চূড়ান্ত করলেও তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তা হলে কী ভাবে কোচ নির্বাচন করব? দ্বিতীয়ত, বিদেশি কোচকে চূড়ান্ত করলেও ভারতীয় ফুটবলারদের সম্পর্কে তাঁর এখনই ধারণা থাকার সম্ভাবনা কম।’’ কিন্তু ভাইচুং তো টেকনিক্যাল কমিটি গড়ার পরামর্শ দিয়েছেন। লাল-হলুদ কর্তা বলছেন, ‘‘ভারতীয় কোচ আমরা এখন নিয়োগ করলাম। পরে কি তাঁকে বিদেশি কোচের সহকারী হিসেবে কাজ করার কথা বলতে পারব? অনিশ্চয়তার কারণেই টেকনিক্যাল কমিটি গড়া কঠিন।’’