Commonwealth Games 2022

CWG 2022: মেয়েদের পর ভারতের ছেলেরাও কমনওয়েলথে হকির সেমিফাইনালে

আরও পদকের হাতছানি ভারতের। ইতিমধ্যেই ১৮টি পদক এসেছে। আর কোন কোন খেলায় পদক পেতে পারে ভারত?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ২৩:৫৪
Share:

—ফাইল চিত্র

হকিতে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের ছেলেদের দলও। বৃহস্পতিবার ওয়েলসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলেন মনপ্রীত সিংহরা। ৬ অগস্ট হবে সেমিফাইনাল। বুধবার মেয়েদের দলও সেমিফাইনালে উঠেছে। তাদের ম্যাচ শুক্রবার। অন্য দিকে বক্সিংয়ে বেশ কিছু পদক নিশ্চিত করেছেন ভারতের খেলোয়াড়রা।

Advertisement

মেয়েদের হ্যামার থ্রোতে গ্রুপ এ থেকে ফাইনালে উঠেছেন মঞ্জু বালা। মেয়েদের ২০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠেছেন হিমা দাস। হিটসে সেরা হয়েছেন তিনি। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং আকার্শি কাশ্যপ নিজেদের ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডে জিতেছেন। মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পা।

বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন অমিত পঙ্ঘল, জায়সমিন লাম্বোরিয়া এবং সাগর আহলওয়াত। তাঁদের সেমিফাইনাল শনিবার। স্কোয়াশে দীপিকা পল্লিকাল এবং সৌরভ ঘোষালের জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement