সোনা জিতলেন বজরং। ছবি পিটিআই
কমনওয়েলথ গেমসে আবার সোনা জিতলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন তিনি। গোল্ড কোস্টের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির। ২০১৪-র গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন।
৬৫ কেজি বিভাগে ভারতের অন্যতম সেরা বাজি ছিলেন বজরং। তাঁর কাছ থেকে পদকের আশা করেছিলেন প্রত্যেকেই। হরিয়ানার কুস্তিগির হতাশ করলেন না। টানা তৃতীয় বার কমনওয়েলথ গেমস থেকে পদক এনে দিলেন তিনি।
গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং। হারান দৌলত নিয়াজবায়েকভকে। তবে অলিম্পিক্সের তুলনায় কমনওয়েলথে তাঁর লড়াই কিছুটা হলেও সহজ ছিল। কারণ, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো কুস্তিতে নামী দেশগুলির প্রতিযোগীরা কমনওয়েলথে খেলেন না।
এ বারের কমনওয়েলথে দুর্দান্ত খেলেছেন বজরং। ফাইনালের আগে কোনও প্রতিপক্ষকেই পয়েন্ট পেতে দেননি। প্রি-কোয়ার্টার ফাইনালে ৪-০ হারান লো বিংহ্যামকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ জেতেন জোরিস বান্ডোউয়ের বিরুদ্ধে। সেমিফাইনালে ইংল্যান্ডের জর্জ রামকে হারান ১০-০ পয়েন্ট। ফাইনালে জিতলেন ৯-২ পয়েন্টে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন বারের পদকজয়ী বজরং। এক বার রুপো এবং দু’বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০১৮-র এশিয়ান গেমসে সোনা জিতেছেন। তার আগে রুপো। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি সোনা-সহ আটটি পদক রয়েছে তাঁর। এ ছাড়া কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে।
কিছু দিন আগেই তাঁর অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সব বিতর্ক উড়িয়ে সোনা জিতে জবাব দিলেন বজরং।