বিশ্বকাপ উপলক্ষ্যে সেজে উঠেছে ব্রাজিলের মানাউস। ছবি রয়টার্স।
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন
রবিবার থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচ শুরুর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামীরা আসবেন সেই অনুষ্ঠানে। কলম্বিয়ার গায়িকা শাকিরা, ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের নোরা ফতেহির পারফর্ম করার কথা রয়েছে ওই অনুষ্ঠানে। সে দিকে নজর থাকবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতার বনাম ইকুয়েডর। রাত সাড়ে ৯টায় রয়েছে ম্যাচটি। ওই ম্যাচের দিকে নজর থাকবে।
ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বিতীয় টি২০ (দুপুর ১২টা)
শুক্রবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টি২০ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। আজ সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ। সে দিকে নজর থাকবে।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর
শুক্রবার ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। শনিবার ফের এক বার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় অভিনেত্রীর। আজ তাঁর শারীরিক অবস্থার দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আইএসএলে এটিকে মোহনবাগান ও এফসি গোয়া
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসএলে এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়ার ম্যাচ রয়েছে। সে দিকে নজর থাকবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া কেমন?
রাজ্যে ধীরে ধীরে পারদ নামছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাবে শীত ভাব বজায় থাকবে এখন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।
শ্রদ্ধা খুনের তদন্ত
শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।