Cristiano Ronaldo

ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন রোনাল্ডো, ৩০ হাজার কোটি টাকা ক্ষতি সংস্থার

হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয়ের দুটো বোতল সরিয়ে জলের বোতল তুলে ধরেছিলেন রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১০:৪৮
Share:

ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার থেকে

সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই বিপত্তি। সেই সংস্থার ক্ষতি হয়ে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকার।

Advertisement

হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয়ের দুটো বোতল সরিয়ে জলের বোতল তুলে ধরেছিলেন রোনাল্ডো। সঙ্কেত দিয়েছিলেন জল খাওয়ার। এমন সামান্য কাণ্ড বড় ক্ষতি করে দিল সংস্থার। বিশ্ব বাজারে তাদের দর নেমে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকা। শেয়ার বাজারে দর পড়ল ১.৬ শতাংশ।

হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো। একটি পেনাল্টি থেকে, অন্যটি বিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে। প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই ইউরো কাপের ইতিহাসে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ে ফেলেন তিনি। সেই সঙ্গে পঞ্চম ইউরো কাপ খেলতে নেমে গোল করে, তাঁর খেলা সব কটি ইউরো কাপে গোল করার রেকর্ডও গড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement