Portugal

Euro 2020: প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ইউরো খেলে রেকর্ড রোনাল্ডোর

ইউরোতে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁরই দখলে। ২১টি ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০৮:৪৭
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স

প্রথম ফুটবলার হিসেবে পঞ্চম ইউরো কাপ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টপকে গেলেন লোথার ম্যাথাউজ, লুকাস পোদোলস্কির মতো একাধিক ফুটবলারকে। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো।

Advertisement

মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড রোনাল্ডোর দখলে। ২০০৪, ২০০৮, ২০১২ এবং ২০১৬ পর পর চারটে ইউরো খেলেছিলেন তিনি। জিতেছেন ২০১৬ সালে। সে বার দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর খেলা প্রতিটি ইউরোতেই গোল পেয়েছেন রোনাল্ডো। অন্যথা হল না এ বারেও। ইউরো ২০২০-তে প্রথম ম্যাচ খেলতে নেমে হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল রোনাল্ডোর। ইউরোতে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁরই দখলে। ২১টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির বাস্তিয়ান সোয়েনস্টাইগার। তিনি খেলেছিলেন ১৮টি ম্যাচ।

২০১৬ সালের ইউরো কাপজয়ী পর্তুগাল মঙ্গলবার হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে দেয়। ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন পর্তুগাল অধিনায়ক। সেই সঙ্গেই প্লাতিনির ৯ গোলকে টপকে ইউরো কাপে সব চেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন তিনি। খেলার শেষ মুহূর্তে হাঙ্গেরির গোলরক্ষককে বোকা বানিয়ে ডান দিকে রেখে ঠাণ্ডা মাথায় বল ঠেলে দিলেন গোলে। সেই সঙ্গে ইউরো কাপে ১১ নম্বর গোল করে ফেললেন তিনি।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো ১০৬। সামনে ইরানের প্রাক্তন স্ট্রাইকার আলি দায়ির। তাঁর সংগ্রহ ১০৯টি গোল। এ বারের ইউরোতেই সেই সংখ্যা টপকে যেতে পারেন পর্তুগিজ তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement