রবি শাস্ত্রী। ফাইল ছবি
আরও একটা আইসিসি প্রতিযোগিতার ফাইনাল। আরও একবার হারের মুখ দেখলেন বিরাট কোহলী। শুধু কোহলী নন, ব্যর্থ হয়েছে রবি শাস্ত্রীও, কোচ হিসেবে যাঁর ভূমিকা প্রশ্নের মুখে।
ম্যাচ শেষ হওয়ার পর অবশ্য শাস্ত্রী নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করেননি। টুইট করেছেন, ‘পরিস্থিতিকে যারা ভাল কাজে লাগাতে পেরেছে, তারাই জিতেছে। দীর্ঘদিন অপেক্ষার পর যোগ্য দল হিসেবে বিশ্ব খেতাব জিতেছে নিউজিল্যান্ড। বড় জিনিস যে সহজে আসে না, তার প্রকৃষ্ট উদাহরণ এটাই। দারুণ খেলেছ নিউজিল্যান্ড। অনেক শ্রদ্ধা’।
২০১৫ এবং ২০১৯— পরপর দুটি একদিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের আইসিসি-র ট্রফি জিতল তারা। অন্যদিকে, ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল নিউজিল্যান্ডের কাছেই। দু’বছর পরেও ভাগ্য বদলাল না। নিউজিল্যান্ডে গিয়েও গত বছরে টেস্ট সিরিজ হেরে এসেছে কোহলীর দল।