কোচিং নয়, খেলা ছেড়ে ব্যবসা করবেন রোনাল্ডো

খেলা ছাড়ার পর কোচিং করাবেন, এমনটা কখনও ভাবেননি তিনি। যেটা স্বাভাবিকভাবেই সব ক্রীড়াবিদদের প্রথম পছন্দ। কিন্তু তিনি তো ব্যাতিক্রম। খেলা ছাড়ার আগেই তাই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৫:৪১
Share:

খেলা ছাড়ার পর কোচিং করাবেন, এমনটা কখনও ভাবেননি তিনি। যেটা স্বাভাবিকভাবেই সব ক্রীড়াবিদদের প্রথম পছন্দ। কিন্তু তিনি তো ব্যাতিক্রম। খেলা ছাড়ার আগেই তাই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের একটি হোটেল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করতে চলেছেন নিজের হোটেল ব্যবসা। যার পিছনে তিনি লগ্নি করবেন চার কোটি ডলার। রোনাল্ডোর ফুটবল জীবনের সঙ্গে যুক্ত তিনটি শহরে হবে এই হোটেল। পর্তুগালের যে শহরে জন্মছিলেন সিআর সেভেন সেই ফাঞ্চালেই হতে চলেছে তাঁর প্রথম হোটেল। বাকি দুটো হবে লিসবন ও মাদ্রিদে।

Advertisement

আরও খবর পড়ুর: রোনাল্ডো ফ্লপ, ভিলারিয়েলের কাছে হেরে গেল রিয়েল

এরপর লক্ষ্যে রয়েছে নিউ ইয়র্ক। যেখানে ভবিষ্যতে মেজর লিগ সকারে খেলার সম্ভবনা রয়েছে তাঁর। নিজের টুইটারে এই নতুন স্বপ্নকে বাস্তবায়িত করার কথা জানিয়েছেন রোনাল্ডো। বলেন, ‘‘ফুটবলই আমার বিশ্ব। কিন্তু জীবন বদলায়। আর আমি সব সময়ই চেয়েছিলাম নিজের হোটেল করতে। তবে এত বড় একটা পরিকল্পনা একার পক্ষে বাস্তবায়িত করা সম্ভব ছিল না। এই কারণেই পেস্তানা হোটেল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করতে চলেছি। এই ব্যাবসায় ওরাই সেরা।’’

Advertisement

তিনি যে কোচিংয়ে আগ্রহী নন তাও জানিয়েছেন। বলেন, ‘‘আমি নিজেকে কখনও কোচ হিসেবে কল্পনাও করি না। সেটা আমার লক্ষ্য নয়। তবে এটাও কেউ বলতে পারে না, কখন ইচ্ছেগুলো বদলে যায়।’’ তিনটি ব্যালন ডি’ওর রয়েছে তাঁর কাছে। এখনও আরও কয়েক বছর দাপিয়ে খেলবেন সেই ব্যাপারে নিশ্চিত তিনি। তবুও সারা জীবন শীর্ষে থাকার স্বপ্ন দেখেন রোনাল্ডো। বলেন, ‘‘আমার বয়স ৩০। আমার সামনে এখনও অনেক বিকল্প রয়েছে। সঙ্গে রয়েছে অনেক মানুষের সমর্থন। তবে আমি চাই যে কাজই করি না কেন সেটাতেও যেন সেরা থাকতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement