সাবধানি: সুস্থ থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত লিনের। ফাইল চিত্র
করোনাভাইরাসের আক্রমণের পরে বিশ্ব জুড়ে প্রায় সব খেলাধুলোই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান সুপার লিগ ক্রিকেট (পিএসএল) এখনও চলছে। যদিও দর্শক-শূন্য অবস্থায়। কিন্তু এ বার পিএসএল ছেড়ে চলে আসতে শুরু করলেন বিদেশি ক্রিকেটাররা। আগেই চলে গিয়েছিলেন নিউজ়িল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। এ বার ফিরলেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন।
সোমবার নিজের সিদ্ধান্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিন। একটা সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ওপেনার লিখেছেন, ‘‘পিএসএলে খেলাটা দারুণ উপভোগ করছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে আমি বাড়ি ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। আমি বারবার বলেছি, ক্রিকেটের চেয়েও জীবনে আরও কিছু আছে। এটা সে রকমই একটা ব্যাপার।’’
লিন এই মরসুমে খুব ভাল ফর্মে আছেন। আগের ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করে তাঁর দল লাহোর কালান্দার্সকে পিএসএলের নক আউটে তুলেছিলেন। এই অবস্থায় তাঁর ফিরে যাওয়াটা দলের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। পাকিস্তান ছাড়ার আগে বিদায়ীবার্তায় সতীর্থদের উদ্দেশে লিন বলেছেন, ‘‘লাহোর কালান্দার্স ট্রফি জিতবে, এই বিশ্বাসটা আমার আছে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল মজা করা। সবাইকে ধন্যবাদ। পাকিস্তান, দারুণ উপভোগ করলাম এই সফর।’’
আবার দেশে ফিরেও অবশ্য স্বেচ্ছাবন্দি থাকতে হচ্ছে ম্যাকক্লেনাঘানকে। নিউজ়িল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী, এখন বিদেশ থেকে দেশে ফিরলে ১৪ দিন স্বেচ্ছাবন্দি থাকতে হবে। এই পরিস্থিতিতে ম্যাকক্লেনাঘানের উদ্দেশে একটি বার্তা লিখে গিয়েছেন তাঁর স্ত্রী। যে লেখার ছবি টুইটারে পোস্ট করেছেন নিউজ়িল্যান্ডের এই বাঁ-হাতি পেসার। সেই সংক্ষিপ্ত চিঠিতে লেখা আছে, ‘‘যখন খুব হতাশ হয়ে পড়বে, তখন একটা কথা ভেবে দেখবে। পরিস্থিতি আরও কত খারাপ হতে পারত। তুমি অন্তত তোমার বউয়ের সঙ্গে ঘরবন্দি অবস্থায় নেই!’’