chris gayle

Chris Gayle: গেলের বিশাল ছক্কায় ভাঙল ভিআইপি বক্সের কাচ, দেখুন ভাইরাল হওয়া ভিডিয়ো

ক্যারিবিয়ান লিগে দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয় বার্বাডোজ রয়্যালস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৮:০২
Share:

কাচ ভাঙলেন ক্রিস গেল টুইটার

আইপিএল-এর আগে স্বস্তি পাবে কিংস ইলেভেন পঞ্জাব। ক্রিস গেলের জন্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন ছক্কা মারলেন, ভিআইপি বক্সের কাচ ভেঙে গেল।

Advertisement

ক্যারিবিয়ান লিগে দ্বিতীয় ম্যাচে গেলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয় বার্বাডোজ রয়্যালস। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে ছক্কা মারেন গেল। তাতে ভিআইপি বক্সের কাচ ভেঙে যায়। সেই ছবি ও ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

গেল অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ৯ বলে ১২ রান করে আউট হন। ওশেন থমাসের বলে আউট হন তিনি। ম্যাচে জেতে তাঁর দল। ২১ রানে হোল্ডারের বার্বাডোজকে হারান গেলরা।

Advertisement

২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় পর্বে দুবাইয়ের মাঠে খেলতে নামবেন গেলরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement