chris gayle

Chris Gayle: উইকেট পেয়েই সামারসল্ট! গেলের কাণ্ড দেখে মুগ্ধ অনুরাগীরা, দেখুন ভিডিয়ো

গেলের কাণ্ড দেখে মজা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার ডেল স্টেনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৯:২৫
Share:

ক্রিস গেল ফাইল ছবি

বয়স হয়তো চল্লিশ পেরিয়েছে। তবে ক্রিস গেল মোটেই চালশে হয়ে যাননি। বরং যত দিন যাচ্ছে ততই তাঁর মধ্যে নতুন স্ফূর্তি লক্ষ্য করা যাচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে রিজা হেনড্রিকসকে আউট করার পর তিনি যে খেল দেখালেন, তা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

ব্যাটে হাতে তিনি বেশি অবদান রাখতে পারেননি। মাত্র ৫ রানে আউট হন। তবে বল হাতে তিনি শুরুতেই ফিরিয়ে দেন রিজাকে। তাঁর বলে এগিয়ে খেলতে গিয়েছিলেন রিজা। স্টাম্প করে দেন নিকোলাস পুরান

Advertisement

এরপরেই শরীর ঘুরিয়ে ‘সামারসল্ট’ দিতে দেখা যায় গেলকে। তাঁর দেখাদেখি আর এক সতীর্থ একই কাজ করে দেখান। উইকেট নেওয়া ছাড়াও ম্যাচে ডেভিড মিলার এবং তাবরেজ শামসির ক্যাচ নিয়েছেন গেল।

গেলের কাণ্ড দেখে মজা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার ডেল স্টেন। টুইটারে লিখেছেন, ‘গেল হল এই পৃথিবীর সব থেকে ঠান্ডা মাথার ক্রিকেটার’।

ম্যাচে ২১ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ আপাতত ২-২ অবস্থায় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement