BCCI

India vs Sri Lanka: শ্রীলঙ্কা ক্রিকেটে সমস্যা অব্যাহত, ভারত সফরের চুক্তিতে সই করতে নারাজ পাঁচ ক্রিকেটার

আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৭:২৪
Share:

শ্রীলঙ্কা ক্রিকেটে ফের সমস্যা। ফাইল ছবি

যত কাণ্ড শ্রীলঙ্কাতে। ক্রিকেটারদের বিরোধিতার কারণে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরুর আগে চূড়ান্ত ডামাডোল সে দেশে।

Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিতে রাজি হলেন না পাঁচ ক্রিকেটার। কাউকেই আবাসিক শিবিরে যোগ দিতে দেওয়া হয়নি।

এই পাঁচ ক্রিকেটার হলেন: লাসিথ এমবুলডেনিয়া, লাহিরু কুমারা, অশেন বন্দরা, বিশ্ব ফার্নান্ডো এবং কাসুন রাজিতা। বোর্ডের সিইও অ্যাশলে ডি’সিলভা জানিয়েছেন, চুক্তি সই করেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে ক্রিকেটারদের।

Advertisement

ডি’সিলভা বলেছেন, “জাতীয় চুক্তি সমস্যার মীমাংসা না হওয়া পর্যন্ত ওদের বলা হয়েছিল সফরের চুক্তিতে সই করতে। কিন্তু কেউ রাজি হয়নি। তাই ওদের আবাসিক শিবির ছেড়ে চলে যেতে বলা হয়েছে।”

তবে সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়নি। অনুশীলন শুরু না হওয়া পর্যন্ত ওই পাঁচ ক্রিকেটারের কাছে সুযোগ রয়েছে চুক্তিতে সই করার।

আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজ। তিনটি একদিনের ম্যাচ এবং সমসংখ্যক টি২০ খেলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement