নজির গড়লেন ক্রিস গেল।—ছবি এএফপি।
৩০০তম আন্তর্জাতিক ওয়ান ডে খেলতে নামার দিনই নজির গড়লেন ক্রিস গেল। ব্রায়ান লারার ঘরের মাঠ পোর্ট অব স্পেনেই তাঁকে টপকে গেলেন ক্রিস গেল। ওয়ান ডে-তে লারার রানসংখ্যা ১০৪০৫। রবিবার তাঁকে টপকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে সব চেয়ে বেশি রানের মালিক হলেন গেল।
এ দিন নামার আগেই গেল জানিয়ে দিলেন, শেই হোপ, শিমরন হেটমায়ারদের মধ্যেও ৩০০ ম্যাচ খেলার ক্ষমতা রয়েছে। লারার ২৯৯ ওয়ান ডে খেলার নজির ভেঙে দিলেন তাঁরই দেশের আরও এক বাঁ-হাতি। ক্রিকেট জীবনের শেষের দিকে এসে গেলের মুখে উত্তরসূরিদের প্রশংসা। বলেন, ‘‘৩০০ ওয়ান ডে খেলার জন্য সব চেয়ে জরুরি পারফরম্যান্স। আশা করি, এত দিন সমর্থকদের হতাশ করিনি। ক্ষমতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এই ওয়েস্ট ইন্ডিজ দলে আমার চেয়ে অনেক বেশি ওয়ান ডে খেলার ক্ষমতা রয়েছে কয়েক জনের। শেই হোপ, হেটমায়াররা ৩০০ ম্যাচের গণ্ডি অনায়াসে পার করে দেবে। ওদের মধ্যে সেই প্রতিভা দেখা গিয়েছে।’’
৩০০ ম্যাচের মধ্যে কোন ইনিংস তাঁর সেরা? েগল বলেন‘‘কোনটার কথা বলব বুঝতে পারছি না।’’