পিভি সিন্ধু-সাইনা নেহওয়াল।
একই দিনে চায়না ওপেনে মিশ্র ফল ভারতের। দেশের দুই সেরা শাটলারের মধ্যে একজন ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। আর একজন পৌঁছে গেলেন প্রি-কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় বাছাই পিভি সিন্ধু হারালেন বিশ্বের ৩৯ নম্বর জাপানের সায়েনা কাওয়াকামিকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। ২০১৬-য় চায়না ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু।
শুরু থেকেই ম্যাচের উপর দখল নিয়ে নিয়েছিলেন সিন্ধু। একটা সময় ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন ১৩-৭-এ। খুব সহজেই প্রথম গেম নিজের পকেটে পুরে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় গেমে সিন্ধু ৬-০ লিড নিয়ে এগিয়ে গেলেও একটা সময় প্রতিপক্ষের থেকে ১০-৮-এ পিছিয়ে পড়েও বিরতির আগে ঘুরে দাঁড়ান ১১-৯-এ। ব্রেকের পর সিন্ধু ১৫-১১ গিয়ে আটটি ম্যাচ পয়েন্ট তুলে নেন। সহজেই জিতে নেন ম্যাচ।
একই দিনে হতাশ করলেন দু’বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সাইনা নেহওয়াল। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যাঁর হাতে উঠেছিল চায়না ওপেন চ্যাম্পিয়নশিপ পদক। সেটা ২০১৪ সাল। কিন্তু ২০১৮ চায়না ওপেনের শুরুতেই ছিটকে গেলেন তিনি। ৪৮ মিনিটেরলড়াইয়ে তিনি ২২-২০, ৮-২১, ১৪-২১-এ হারলেন কোরিয়ার সাং জি হুনের কাছে।
মেনস ডবলসে চাইনিজ তাইপের লিয়াও মিন চুন ও সু চিং হেং জুটিকে ১৩-২১, ২১-১৩, ২১-১২তে হারিয়ে দিল মানু অত্রী ও সুমিথ রেড্ডি জুটি। ৩৯ মিনিটের লড়াই শেষে দ্বিতীয় রাইন্ডে পৌঁছে গেলেন তাঁরা।