Gostho Pal

হারানো পদক ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গোষ্ঠ পালের পরিবার

২৭ বছর আগে বাগান-কর্তৃপক্ষের হাতে গোষ্ঠ পালের পাওয়া পদ্মশ্রী-সহ একাধিক পদক তুলে দেওয়া হয়েছিল। ‘চাইনিজ ওয়াল’-এর পাওয়া পুরস্কার কোথায় গেল, তা নিয়ে বহুবার খোঁজ নিয়েছিলেন নীরাংশুবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ২১:৪০
Share:

পদক ফিরে পেতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন নীরাংশু পাল। ছবি: ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন গোষ্ঠ পালের ছেলে নীরাংশু পাল। মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করলেন গোষ্ঠ পালের পরিবারকে।

Advertisement

২৭ বছর আগে বাগান-কর্তৃপক্ষের হাতে গোষ্ঠ পালের পাওয়া পদ্মশ্রী-সহ একাধিক পদক তুলে দেওয়া হয়েছিল। ‘চাইনিজ ওয়াল’-এর পাওয়া পুরস্কার কোথায় গেল, তা নিয়ে বহুবার খোঁজ নিয়েছিলেন নীরাংশুবাবু। কিন্তু, উত্তর পাননি। অবশেষে গতবছর থেকে গোষ্ঠ পালের পাওয়া পদক নিয়ে লেখালেখি হয় সংবাদমাধ্যমে। কয়েকটা পদকের ভগ্নাবশেষ ক্লাবের তরফে তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

আরও পড়ুন: তৃতীয় টেস্টে আরও ভয়ঙ্কর হবেন আর্চার, মত স্টোকসের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement