বিশ্বনাথন আনন্দ। —নিজস্ব চিত্র
তৃতীয় বারের জন্য আয়োজিত হচ্ছে টাটা স্টিল জাতীয় দাবা র্যাপিড এবং ব্লিটজ প্রতিযোগিতা। বুধবার থেকে শুরু সেই প্রতিযোগিতা। অতিমারির পর এটাই প্রথম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা যেটা ভারতে হবে।
২০১৮ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। সেই বছর র্যাপিডে জিতেছিলেন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা। ব্লিটজে জিতেছিলেন ভারতের বিশ্বনাথন আনন্দ। ২০১৯ সালে জিতেছিলেন মাগনাস কার্লসেন।
এই বছর কলকাতায় হবে এই প্রতিযোগিতা। ন্যাশানল লাইব্রেরির ভাষা ভবনে এই প্রতিযোগিতা হবে। লেভন অ্যারোনিয়ান, লে কুয়াং লিয়েম, স্যাম শঙ্কল্যান্ড, ভিদিত গুজরাথি, অধিবান বস্করনের মতো প্রতিযোগী অংশ গ্রহণ করবেন। প্রথম বারের জন্য মহিলা প্রতিযোগীরাও অংশ নেবেন এ বারের প্রতিযোগিতায়।
—নিজস্ব চিত্র
প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন আনন্দ। তরুণ খেলোয়াড়দের জন্য যা অনুপ্রেরণা হয়ে থাকবে। টাটা স্টিলের কর্পোরেট সেবার সহ-সভাপতি চাণক্য চৌধুরী বলেন, “দাবার সঙ্গে টাটা স্টিল বহু দিন ধরে জড়িত। দাবাকে পেশাদার করে তোলাই লক্ষ্য আমাদের।”