Cricket

‘কাউকে খুশি করার মতো কথা বলতে পারে না সঞ্জয়’

সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন মঞ্জরেকর। তবে তিনি কারওর বিরুদ্ধে নন। মন রাখার মতো কথাও বলতে পারেন না সঞ্জয় মঞ্জরেকর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৫:৩৬
Share:

মঞ্জরেকরের পাশে এসে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। —ফাইল চিত্র।

ধারাভাষ্যকারদের দল থেকে সঞ্জয় মঞ্জরেকরকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাঁর পাশে দাঁড়িয়ে দেশের প্রাক্তন উইকেট কিপার চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, মঞ্জরেকরকে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখুক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Advertisement

খুব ছোটবেলা থেকেই মঞ্জরেকরকে চেনেন পণ্ডিত। তিনি বলছেন, ‘‘সঞ্জয় কারওর বিরুদ্ধে নয়। ওকে যে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। তবে বোর্ডের কাছে আমার অনুরোধ, ওকে নেওয়া সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করে দেখা হয়। সঞ্জয়ের কথা শুনতে খারাপ লাগলে বিসিসিআই ওকে সুর নরম করার পরামর্শ দিতেই পারে।’’

সোজাসাপটা কথা বলতেই পছন্দ করেন মঞ্জরেকর। পণ্ডিত বলছেন, ‘‘মুখের উপরে সত্যিটা বলে দিতে দ্বিধা করে না সঞ্জয়। সবাই তো আবার সত্যিটা শুনতে পছন্দ করে না।’’

Advertisement

আরও পড়ুন: করোনাভাইরাসের জেরে ক্রিকেট বন্ধ, মন ভাল নেই স্টেনের

ধারাভাষ্য দিতে বসে ইদানীং ক্রিকেট বিশ্লেষণের থেকে বিতর্কই বেশি তৈরি করেছেন মঞ্জরেকর। বিশ্বকাপ সেমিফাইনালের আগে রবীন্দ্র জাদেজাকে নিয়ে আলটপকা মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। হর্ষ ভোগলের বিরুদ্ধেও আলটপকা মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন: পন্থকে নিজস্ব পরিচিতি গড়ে তুলতে হবে, পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা

তবে মঞ্জরেকরের পাশে দাঁড়িয়ে পণ্ডিত বলছেন, ‘‘ধারাভাষ্য দেওয়ার সময়ে সঞ্জয় মাঝে মাঝে এমন কিছু বলে ফেলতো যা অন্যকে খুশি করেনি। আমি জানি, চাকরি বজায় রাখার জন্য কাউকে খুশি করার মতো কথা বলতে পারে না সঞ্জয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement