FC Bayern Munich

বাইসাইকেল কিকে গোল জিরুর, চ্যাম্পিয়ন্স লিগে চমক চেলসির

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৬
Share:

ছবি টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করলেন অলিভার জিরু। আতলেতিকো মাদ্রিদকে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে হারিয়ে দিল চেলসি। ৬৮ মিনিটে বাঁদিক থেকে ভেসে আসে বল। মাউন্ট ও হেরমোসো মধ্যে বল দখলের লড়াইয়ে আতলেতিকো ডিফেন্ডারের পায়ে লেগে বল যায় জিরুর কাছে। ড্রপ পরার পর বাইসাকেল কিক করেন তিনি। তাঁর বাঁপায়ের ভলিতে জালে জড়ায় বল। সমতা ফেরাতে পারেনি আতলেতিকো।

Advertisement

অন্য ম্যাচে লাজিওকে সহজেই ৪-১ গোলে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। ৯ মিনিটেই রবার্ট লেয়নডস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ২৪ মিনিটে ব্যবধান বাড়ান জামাল মুশিয়ালা। ৪২ মিনিটে আবারও গোল পায় বায়ার্ন। গোল করেন লেরয় সানে।

লাজিওর হয়ে জোয়াকিম এক গোল করে ব্যবধান কমালেও ৪৭ মিনিটে ফ্রান্সিসকোর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বেড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement