ম্যাচ জিতে উল্লাস কার্লোস আলকারাজ়ের। ছবি: রয়টার্স।
রবিবার থেকে শুরু হয়েছে ফরাসি ওপেন। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে নিজের ম্যাচ জিতলেন কার্লোস আলকারাজ়। এক সেটে হারলেও জিততে সমস্যা হল না মহিলাদের প্রাক্তন এক নম্বর নাওমি ওসাকার।
তৃতীয় বাছাই আলকারাজ়ের খেলা ছিল আমেরিকার জেজে উলফের বিরুদ্ধে। আলকারাজ়ের বিরুদ্ধে যে খেলা সহজ হবে না তা জানতেন উলফ। হলও তাই। তাঁকে উড়িয়ে দিলেন আলকারাজ়। তিন সেটে মাত্র চারটি গেম জিততে পেরেছেন উলফ। গোটা ম্যাচে পাঁচটি এস মেরেছেন স্পেনের খেলোয়াড়। ১৫টি ব্রেক পয়েন্টের মধ্যে ৯টি জিতেছেন আলকারাজ়।
প্রথম সেট আলকারাজ় জেতেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন উলফ। তাতে অবশ্য সমস্যা হয়নি আলকারাজ়ের। ৬-২ পয়েন্টে দ্বিতীয় গেম জেতেন তিনি। তৃতীয় সেটেও প্রথম সেটের রিপ্লে হল। আলকারাজ় জিতলেন ৬-১ গেমে। সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।
মহিলাদের সিঙ্গলস খেলতে নেমেছিলেন ওসাকা। প্রতিপক্ষ ছিলেন ইটালির লুসিয়া ব্রোনজেত্তি। প্রথম সেটে দাপট দেখান ওসাকা। তাঁর সামনে খেলতে পারছিলেন না ব্রোনজেত্তি। ৬-১ গেমে প্রথম সেট জেতেন ওসাকা। যদিও পরের সেটে ফিরে আসেন ব্রোনজেত্তি। ওসাকা কয়েকটি ডাবল ফল্ট করায় সুবিধা পান তিনি। দ্বিতীয় সেট ৪-৬ গেমে হারেন ওসাকা। তৃতীয় সেটে টান টান লড়াই চলছিল। দুই প্রতিযোগীই নিজেদের সার্ভিস ধরে রাখছিলেন। সেখানেই নিজের অভিজ্ঞতা কাজে লাগান ওসাকা। ৭-৫ গেমে তৃতীয় সেট জিতে ম্যাচ জিতে যান তিনি। গোটা ম্যাচে ৬টি এস মেরেছেন ওসাকা। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে ৫টি জিতেছেন জাপানের খেলোয়াড়।
বাকি খেলোয়াড়দের মধ্যে নজরে ছিলেন গ্রিগর দিমিত্রভ। স্ট্রেট সেটে (৬-৪, ৬-৩, ৬-৪) আমেরিকার আলেকজ়ান্ডার কোভাসেভিচকে হারান পুরুষদের দশম বাছাই তারকা। পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন পুরুষদের অষ্টম বাছাই হুবার্ট হুরকাজ়। জাপানের শিনতারো মোচিজ়ুকিকে (৪-৬, ৬-৩, ৩-৬, ৬-০, ৬-৩) হারিয়েছেন তিনি। জিতেছেন ষষ্ঠ বাছাই অ্যান্ড্রি রুবলেভ। চার সেটের লড়াইয়ে (৬-২, ৬-৭, ৬-৩, ৭-৫) তিনি হারিয়েছেন টারো ড্যানিয়েলকে।