দ্বিতীয় রাউন্ডে উঠে উল্লাস কার্লোস আলকারাজ়ের। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিন কোনও অঘটন ঘটল না। প্রথম সারির পুরুষ ও মহিলা টেনিস তারকারা প্রত্যেকেই পরের রাউন্ডে গেলেন। রিচার্ড গাসকেটকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেলেন কার্লোস আলকারাজ়। দ্বিতীয় বাছাই জিতলেন ৭-৬ (৭-৫), ৬-১, ৬-২। অন্য দিকে মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও সহজ জয় পেলেন। সোফিয়া কেনিনকে স্ট্রেট সেটে (৭-৬, ৬-২) হারালেন শিয়নটেক।
দ্বিতীয় বাছাই হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছেন আলকারাজ়। প্রথম রাউন্ডে সামনে ছিলেন গাসকেট। নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন তিনি। তার পরেও প্রথম সেটে লড়াই করেন গাসকেট। নিজের সার্ভিস ধরে রাখেন তিনি। সপ্তম গেমে সার্ভিস ভাঙার সুযোগ পেয়েও পারেননি আলকারাজ়। তার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ পয়েন্টে জিতে প্রথম সেট নিজের নামে করেন আলকারাজ়।
দ্বিতীয় ও তৃতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেননি গাসকেট। যত সময় গড়িয়েছে তত ক্লান্ত হয়েছেন গাসকেট। অন্য দিকে খেলার রাশ আরও বেশি নিজের হাতে নিয়েছেন আলকারাজ়। দ্বিতীয় ও ত়ৃতীয় সেটে দু’বার করে গাসকেটের সার্ভিস ভাঙেন তিনি। শেষ পর্যন্ত হার মানতে হয় গাসকেটকে।
অন্য দিকে শিয়নটেককেও প্রথম সেটে লড়াই দিয়েছিলেন কেনিন। প্রথম সেটেই দুই প্রতিযোগী দু’বার করে একে অপরের সার্ভিস ভাঙেন। খেলা গড়ায় টাইব্রেকারে। জেতেন শিয়নটেক। দ্বিতীয় সেটে লড়াই সহজ হয়ে যায় মহিলাদের শীর্ষ বাছাইয়ের। আরও দু’বার কেনিনের সার্ভিস ভাঙেন তিনি। শিয়নটেকের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় কেনিনকে। মহিলাদের তৃতীয় বাছাই এলিনা রিবাকিনাও জিতেছেন স্ট্রেট সেটে (৭-৬, ৬-৪)। তিনি হারিয়েছেন ক্যারোলিনা প্লিসকোভাকে।
পুরুষদের প্রথম সারিতে থাকা আরও কয়েক জন তারকা নেমেছিলেন মঙ্গলবার। ডমিনিক কোয়েপফারকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন আলেকজ়ান্ডার জ়েরেভ (৪-৬, ৬-৩, ৭-৬, ৬-৩)। ইয়োশিতো নিশিয়োকাকে হারিয়েছেন অষ্টম বাছাই হোলগার রুন (৬-২, ৪-৬, ৭-৬, ৬-৪)। স্ট্রেট সেটে অ্যালবার্ট র্যামোস-ভিনোলাসকে হারিয়েছেন একাদশ বাছাই ক্যাসপার রুড (৬-১, ৬-৩, ৬-১)।