লোঢা কমিটির দিকে তাকিয়ে সিএবি

সিএবিতে সোমবার জরুরি ওয়ার্কিং কমিটি বৈঠকে নির্বাচন পিছিয়ে দেওয়ার সরকারি ঘোষণা হল। কিন্তু ধোঁয়াশা থেকে গেল ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে। গঠনতন্ত্রে সংস্কার কবে থেকে শুরু করা যাবে, কী কী করতে হবে তা নিয়ে। কারণ সেটাও লোঢা কমিটি ঠিক করে দেবে।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০৩:৩৪
Share:

সিএবিতে সোমবার জরুরি ওয়ার্কিং কমিটি বৈঠকে নির্বাচন পিছিয়ে দেওয়ার সরকারি ঘোষণা হল। কিন্তু ধোঁয়াশা থেকে গেল ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে। গঠনতন্ত্রে সংস্কার কবে থেকে শুরু করা যাবে, কী কী করতে হবে তা নিয়ে। কারণ সেটাও লোঢা কমিটি ঠিক করে দেবে। এ দিনের বৈঠকে নির্বাচন পিছনো নিয়ে লোঢা কমিটি থেকে যে চিঠি পাঠানো হয়েছিল সিএবিতে, তা সদস্যদের পড়ে শুনিয়ে দেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সদস্য শুধু বৈঠকে বলেন যে, নির্বাচন বাদ দিয়ে বার্ষিক সভা করা যেত কী না। তাঁর দাবি এগোয়নি। নির্বাচন পিছনোর সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে পাশ হয়ে যায়। কিন্তু কেউ কেউ বললেন যে, লোঢা কমিটির চিঠিতে লেখা আছে যে, রাজ্য সংস্থাগুলোয় পরবর্তী অ্যাকশন প্ল্যান কমিটি পাঠাবে। যা না পেলে এখনই সংস্কার সম্ভব নয়। আগেভাগে কিছু করতে গেলে আইনবিরোধী হয়ে যেতে পারে। পরে কিছু পাল্টানোর প্রয়োজনও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement