সিএবি-র চ্যালেঞ্জার্স ট্রফি এবার পুজোর পরেই ২৬ অক্টোবর থেকে। খেলবে আটটি দল। যার মধ্যে তিনটি বিদেশি দল। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা থেকে আসার কথা এই তিন দলের। বাংলার দু’টি দল এবং মুম্বই, কর্ণাটক ও ত্রিপুরারও খেলার কথা এই টুর্নামেন্টে। এ দিকে চাকার শোধরানোর যে প্রকল্প নিয়েছে সিএবি, তাতে আরও সুবিধা পেতে শিবপুর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের তৈরি বায়োমেকানিকাল পরীক্ষাগারকে কাজে লাগাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিএবি। এই পরীক্ষাগার আগামী এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলে সিএবি সূত্রের খবর। চেন্নাইয়ে যেমন বায়োমেকানিকাল ল্যাব করেছে বিসিসিআই, তেমনই সুবিধাযুক্ত পরীক্ষাগার শিবপুরেও পাওয়া যাবে বলে সিএবি সূত্রের খবর।