হাঙরের আক্রমণে মৃত সাঁতারু ছবি টুইটার
হাঙরের আক্রমণে মারা গেলেন ব্রিটেনের সাঁতারু সাইমন নেলিস্ট। অস্ট্রেলিয়ার এক সমুদ্রে এই ঘটনা ঘটেছে। কিছু দিন পরেই ওই সমুদ্রের সীমানা বরাবর সুরক্ষা রেখা তৈরি হওয়ার কথা ছিল। তার আগেই ঘটেছে এই ঘটনা।
সিডনির লিটল বে-র কাছে বুকান পয়েন্টে সাঁতার কাটতে নেমেছিলেন সাইমন। সমুদ্র সৈকত থেকে মাত্র ১৫০ মিটার দূরে ছিলেন তিনি। এমন সময় ১৫ ফুট লম্বা একটি হাঙর তাঁকে আক্রমণ করে। বুধবার দুপুরে তাঁর দেহাবশেষ মেলে তাসমান সাগরে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬০ বছর পর এমন ঘটনা ঘটল।
তাঁদের দাবি, সমুদ্র সৈকতের থেকে কিছুটা দূরত্বে নির্দিষ্ট একটি সীমানা বরাবর প্লাস্টিকের ড্রাম দিয়ে সুরক্ষা রেখা তৈরি করার কথা ছিল। দু’সপ্তাহ পরেই কাজ শুরু হওয়ার কথা। সিডনির ওই সমুদ্র যথেষ্ট জনপ্রিয়। কিন্তু হাঙরের কারণে সব সময়ই সাবধানে থাকতে হয় সাঁতারুদের। তাঁরা যাতে নিরাপদে সাঁতার কাটতে পারেন, তাই এই সুরক্ষা রেখা তৈরি করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপদ।
সাঁতারু হিসেবে ব্রিটেনে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সাইমন। কিছু দিনের মধ্যেই বান্ধবী জেসি হো-কে বিয়ে করার কথা ছিল তাঁর।