সহকারী কোচের পদত্যাগ ফাইল ছবি
আইপিএল মেগা নিলামের পর হঠাৎই ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। দলের সহকারী কোচ সাইমন কাটিচ আচমকাই ইস্তফা দিয়ে দিলেন। জানা গিয়েছে, নিলামের পরিকল্পনা নিয়ে দলের পরিচালন সমিতির সঙ্গে মতানৈক্যের কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, কাটিচ যে ভাবে পরিকল্পনা করেছিলেন, সে ভাবে ক্রিকেটার কেনা হয়নি। পাশাপাশি, দল যে ভাবে পরিচালনা করা হচ্ছে তাতেও খুশি নন। নিলামের পরেই হায়দরাবাদের পোস্ট করা একটি ভিডিয়োয় কেন তাঁরা এইডেন মার্করাম এবং মার্কো জানসেনকে নিয়েছেন তাঁর কারণ ব্যাখ্যা করেছিলেন কাটিচ। তার কিছু দিন পরেই ইস্তফা দিলেন।
গত বছর থেকেই একের পর এক অস্ট্রেলীয় হায়দরাবাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ডেভিড ওয়ার্নারকে নেতৃত্বের পদ থেকে এবং পরে দল থেকেই বাদ দেওয়া দিয়ে শুরু। এরপর ট্রেভর বেলিস এবং ব্র্যাড হাডিন কোচের পদ থেকে ইস্তফা দেন। এ বার সরে গেলেন কাটিচও। যদিও এই দলের কোচ এখনও এক অস্ট্রেলীয়, তিনি টম মুডি।
এর আগে আইপিএল-এ বেঙ্গালুরু এবং কলকাতার হয়ে কাজ করেছেন কাটিচ। গত বার আইপিএল লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল হায়দরাবাদ।