মাঠে আহত ব্রেন্ডন ফার্নান্ডেজকে পরে নিয়ে যাওয়া হল হাসপাতালে। শনিবার বারাসত স্টেডিয়ামে গোয়ার স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে ১-০ গোলে জিতে লিগ তালিকার শীর্ষে উঠে আসা মোহনবাগানের সামনে এখনও অনেক পরীক্ষা। আবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পাশাপাশি রয়েছে এএফসি কাপে সম্মান বজায় রাখাও। এমন অবস্থায় ব্রেন্ডনের চোট দলের উপর খুব একটা প্রভাব ফেলবে না। কারণ এএফসি কাপ দলের সঙ্গে এমনিও যেতেন না ব্রেন্ডন। তবে সাময়িক তাঁর চোট চিন্তায় রেখেছিল টিম ম্যানেজমেন্টকে।
শনিবার ম্যাচের বয়স তখন সবে ২৯। অনূর্ধ্ব-২২ ফুটবলার হিসেবে নেমেছিলেন ২১ বছরের ব্রেন্ডন। তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে পরিকল্পনা করেই দলে রাখা হয়েছিল ব্রেন্ডনকে। কিন্তু বল দখলের লড়াইয়ে স্পোর্টিংয়ের ডেনসিল থিওবাল্ডের কনুই এসে লাগে ব্রেন্ডনের গলায়। মাঠেই লুটিয়ে পরেন তিনি। তখনই তাঁকে পরিবর্তন করে সৌভিক চক্রবর্তীকে নামানো হয়। পরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রেন্ডন ফার্নান্ডেজকে। সেখানে স্ক্যানও করা হয় তাঁর। স্ক্যানের পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। আপাতত সুস্থ আছেন তিনি। মঙ্গলবারই এএফসি ম্যাচ খেলতে উড়ে যাবে মোহনবাগান। তার আগে আই লিগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে দলের।
আরও খবর
গ্লেনের টিপস কাজে লাগল না, লাজং-মোহনবাগান ম্যাচ ড্র