Brazil

ফুটবলে নয়, ক্রিকেটে উন্নতির জন্য পুরস্কার পাচ্ছে লিয়োনেল মেসি, নেমারদের দেশ

ফুটবলের মহাশক্তিধর এই দুটি দেশের পাশাপাশি পুরস্কার পাচ্ছে ভানুতু এবং উগান্ডাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৯:৫৬
Share:

ক্রিকেটের পুরস্কার মেসি, নেমারের দেশের। ফাইল ছবি

ফুটবলে নয়, ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আইসিসি-র থেকে পুরস্কার পেতে চলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আইসিসি-র সঙ্গে সহযোগিতায় ক্রিকেটকে স্থানীয় বাজারে তুলে ধরার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফুটবলের মহাশক্তিধর এই দুটি দেশের পাশাপাশি পুরস্কার পাচ্ছে ভানুতু এবং উগান্ডাও।

Advertisement

আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির তরফে ১২ জন প্রতিনিধি, বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, সংবাদমাধ্যম এবং ক্রিকেটবিশ্বের আরও কিছু সদস্যের ভোটে এই দেশগুলিকে বেছে নেওয়া হয়েছে।

আইসিসি-র বর্ষসেরা উদ্যোগের সম্মান পেয়েছে ক্রিকেট আর্জেন্টিনা। স্থানীয় ভাষায় কোচিং, আম্পায়ারিং এবং স্কোরিংয়ের কোর্স অনুবাদ করে স্থানীয়দের মধ্যে আগ্রহ বাড়িয়েছে তারা। ব্রাজিলকে পুরস্কার দেওয়া হয়েছে মহিলাদের ক্রিকেটে উন্নতি ঘটানোর কারণে। ২০১২-র পর প্রথম বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে তারা।

Advertisement

আইসিসি-র ‘ফ্যান এনগেজমেন্ট’ বিভাগে পুরস্কার পেয়েছে ভানুতু। ৩ লক্ষের এই দেশের আয়োজিত টি-টোয়েন্টি লিগ গোটা বিশ্বে দেখেছেন প্রায় ২ কোটির কাছাকাছি মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement