Cricket

ভারতের সেরা ফিল্ডার কে? হগ বললেন…

বিভিন্ন সময়ে দুর্দান্ত সব ফিল্ডারদের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট। সাম্প্রতিক কালে যুবি-জাদেজাদের ফিল্ডিং অনেককেই মুগ্ধ করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৮:৫৮
Share:

হগ বেছে নিলেন ভারতের সেরা ফিল্ডার। —ফাইল চিত্র।

রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিংহ, সুরেশ রায়নাবিরাট কোহালির মধ্যে সেরা ফিল্ডার কে? অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগকে এই প্রশ্ন করেছিলেন এক ক্রিকেটভক্ত। তাঁর প্রশ্নের জবাবে সেরা ভারতীয় ফিল্ডারকে বেছে নেন হগ।

Advertisement

বিভিন্ন সময়ে দুর্দান্ত সব ফিল্ডারদের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট। সাম্প্রতিক কালে যুবি-জাদেজাদের ফিল্ডিং অনেককেই মুগ্ধ করেছে। সেই ক্রিকেটভক্তের প্রশ্নের জবাবে হগ বলছেন, ‘‘চার জনই দুর্দান্ত ফিল্ডার। চার জনকে বৃত্তের ভিতরে রেখে বল করতে চাইব। তবে আলাদা করে যদি কারওর কথা বলতেই হয়, তা হলে বলব জাদেজার কথা।’’

দুর্দান্ত সব ক্যাচ ধরেছেন জাদেজা। নিউজিল্যান্ড সফরে ডিপ স্ক্যোয়ার লেগে দাঁড়িয়ে নিল ওয়্যাগনারের ক্যাচ ধরেছিলেন শরীর শূন্যে ছুড়ে দিয়ে। জাদেজার সেই ক্যাচ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সবাই।

Advertisement

আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!

জাদেজার দুরন্ত ক্যাচ দেখে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী পর্যন্ত তাঁর প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘‘অসাধারণ ক্যাচ ধরেছো। তোমার শরীর যেন ইলাস্টিককেও হার মানায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement