নিজস্ব স্টাইল তৈরি করার জন্য পন্থকে প্রাক্তন অজি তারকা হাডিনের পরামর্শ। ছবি— টুইটার।
ঋষভ পন্থকে নিজস্ব পরিচয় তৈরি করতে বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্র্যাড হাডিন। অন্যকে যেন নকল না করেন এই তরুণ ক্রিকেটার, পন্থকে সেই পরামর্শ দিয়ে হাডিন বলছেন, ‘‘নিজস্ব একটা স্টাইল তৈরি করতে হবে। টেস্ট ক্রিকেটে যখন আমি প্রথম সুযোগ পাই, তখন অ্যাডাম গিলক্রিস্ট বা ইয়ান হিলি হতে চাইনি। নিজস্ব স্টাইল আনতে চেয়েছিলাম।’’
সাম্প্রতিক কালে পন্থ সুযোগ পেয়েছেন অনেক। কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে না রেখে পন্থকে দাঁড় করানো হয় উইকেটের পিছনে।
সীমিত ওভারের ক্রিকেটে উইকেট কিপার হিসেবে দাঁড়ান লোকেশ রাহুল। হাডিন বলছেন, ‘‘গত দশ বছর ধরে ভারত এমএস ধোনির মতো সুপারস্টারকে পেয়েছে। ভারতীয় ক্রিকেটে ছাপ ফেলে গিয়েছে এমএস। সেই ছায়া থেকে বেরিয়ে আসা কঠিন। ফলে যেই দায়িত্ব নিক, তাকেই নিজস্বতা তৈরি করতে হবে।’’
আরও পড়ুন: ঠিক সময়েই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে এ বার হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাডিনের মতে, ঘরের মাঠের সুবিধা নেবে অস্ট্রেলিয়া। হাডিন বলছেন, ‘‘ঘরের মাঠে খেলার সুবিধা পাব আমরা। আমাদের পরিস্থিতি আমরাই ভাল বুঝতে পারব।’’
আরও পড়ুন: চ্যালেঞ্জ নিয়ে বন্দি বাড়িতে, করছেন জিম! চিনতে পারছেন এই ক্রিকেটারকে?