ফাইল চিত্র।
শনিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বক্সিং ডে টেস্ট। তার আগে নস্ট্যালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়।
টেস্ট শুরু হওয়ার ৬ ঘণ্টা আগে শুক্রবার রাতে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। লেখেন, ‘‘কাল এমসিজি-তে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। এই দলের অনেকের কাছেই এটা বিরাট একটা মুহূর্ত। আর আমার কাছেও অবিস্মরণীয় মুহূর্ত। এখানেই তো শততম টেস্ট খেলেছিলাম।’’
ভিডিওতে দেখা যাচ্ছে সুনীল গাওস্কর প্রথমে সৌরভের হাতে স্মারক তুলে দিচ্ছেন। এরপর সেই ম্যাচের অধিনায়ক অনিল কুম্বলে ভারতীয় দলের পক্ষ থেকে স্মারক দিচ্ছেন সৌরভকে। সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণরা মাঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। এমসিজি-র গ্যালারিতে পোস্টার, ‘কনগ্র্যাচুলেশনস এমসিজি। গাঙ্গুলি ১০০ টেস্ট ম্যাচ।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহানের ডেপুটি হলেন পূজারা
সৌরভ ওই টেস্টে প্রথম ইনিংসে ৪৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ভারতীয়দের মধ্যে তাঁর রানই সবথেকে বেশি ছিল। ভারত অবশ্য ৩৩৭ রানে হেরে যায়।
আরও পড়ুন: টিটি বল নাচিয়ে গিনেস বুকে নাম তুলল ১৪ বছরের হরিকৃষ্ণ