India vs Australia

শেষ টি২০ ম্যাচের দলে কী কী পরিবর্তন আনছে ভারত-অস্ট্রেলিয়া

অজি টিম সূত্রে খবর, মার্কাস স্টইনিসের জায়গায় তৃতীয় টি২০ ম্যাচে দলে ফিরতে চলেছেন টি২০ এক্সপার্ট ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বোলিং বিভাগেও পরিবর্তন আনতে পারে অজি শিবির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ১৬:১৯
Share:

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভারতীয় দল। ছবি: এএফপি।

শুক্রবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া।

Advertisement

প্রথম ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত ভাবে লড়াইয়ে ফিরে আসে স্টিভ স্মিথ অ্যান্ড কোং। গুয়াহাটিতে সিরেজের দ্বিতীয় ম্যাচে কার্যত দুরমুশ করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় অজি ব্রিগেড।

আরও পড়ুন: ‘বাঁ-হাতিদের খেলে নামুক কোহালিরা’

Advertisement

আরও পড়ুন: মহিলা ক্রিকেটে গড়াপেটা আতঙ্ক

এই পরিস্থিতিতে আজকের ম্যাচ দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তবে হয়ত একটু বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলীয়দের দৃষ্টিকোণ থেকে। কারণ চলতি ভারত সফরে সাফল্যের মুখ এখনও দেখেনি অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজে বিরাট কোহালির দলের কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছে অজিদের।

এই পরিস্থিতিতে টি২০ সিরিজে পকেটে পুরতে আজ সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে অস্ট্রেলিয়া এটা নিশ্চিত।

সেই মত দলেও বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। অজি টিম সূত্রে খবর, মার্কাস স্টইনিসের জায়গায় তৃতীয় টি২০ ম্যাচে দলে ফিরতে চলেছেন টি২০ এক্সপার্ট ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বোলিং বিভাগেও পরিবর্তন আনতে পারে অজি শিবির। অ্যান্ডু টাইয়ের পরিবর্তে দলে ফিরতে পারেন কেন রিচার্ডসন।

অন্য দিকে, গুয়াহাটিতে হারলেও তরুণ ক্রিকেটারদের উপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় টিম সূত্রে খবর, তৃতীয় টি২০ ম্যাচে মনীশ পাণ্ডের বদলে দলে ফিরতে চলেছেন কে এল রাহুল। এই একটি পরিবর্তন ছাড়া বাকি ভারতীয় দল অপরিবর্তিতই থাকবে।

সম্ভাব্য প্রথম একাদশ:

ভারত:

রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহালি, কে এল রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল

অস্ট্রেলিয়া:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মোজেস হেনরিকস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, টিম পেইন, নাথান কুল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement