Cricket

টেলি কনফারেন্সের মাধ্যমেই আইপিএল-এর রূপরেখা

করোনা-আতঙ্কে পিছিয়ে গিয়েছে এ বারের আইপিএল। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এই টুর্নামেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ২০:২৩
Share:

আইপিএল নিয়ে চলছে জল্পনা।

টেলি কনফারেন্সের মাধ্যমে স্থির হতে পারে আইপিএল-এর রূপরেখা। মঙ্গলবার এই মর্মে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো।

Advertisement

করোনা-আতঙ্কে পিছিয়ে গিয়েছে এ বারের আইপিএল। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এই টুর্নামেন্ট। কবে নাগাদ শুরু হতে পারে আইপিএল তা নিয়ে চলছে জল্পনা।

কিন্তু করোনা-পরিস্থিতি এখন যে দিকে মোড় নিচ্ছে, তাতে আইপিএল-এর বল পিচে পড়বে কিনা সন্দেহ রয়েছে। ক্রীড়ামন্ত্রক আগেই জানিয়ে দিয়েছে যে, ১৫ এপ্রিলের পরে পরিস্থিতি দেখে তবেই আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু আইপিএল অবশ্য নয়, খেলার অন্য ইভেন্টগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে ১৫ এপ্রিলের পরে।

Advertisement

আরও পড়ুন: কোয়রান্টিনে থাকার নির্দেশ না মেনে রাষ্ট্রপতি ভবনে, বিতর্কে মেরি কম

এই পরিস্থিতিতে চলতি মাসের ২৪ তারিখ টেলি কনফারেন্সের মাধ্যমে বোর্ড ও আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো আলোচনায় বসছে। সেই মিটিংয়েই আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে একটা রূপরেখা তৈরি করা হতে পারে।

এ দিকে কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে বিসিসিআই। ফলে সবাই একসঙ্গে বসে আলোচনা করতে পারবেন না। সেই জন্যই টেলি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement