Wrestler

BJP MP slapped Wrestler: মেজাজ হারিয়ে রাঁচির অনুষ্ঠান মঞ্চেই কুস্তিগিরকে কষিয়ে থাপ্পড় বিজেপি সাংসদের!

রাঁচিতে অনূর্ধ্ব ১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:১৫
Share:

সেই বিতর্কিত ভিডিয়োর অংশ। ভিডিয়ো থেকে নেওয়া।

অনূর্ধ্ব ১৫ কুস্তি জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর বসেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। কিন্তু অনুষ্ঠান মঞ্চেই জড়িয়ে পড়লেন বিতর্কে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিজেপি সাংসদ পর পর থাপ্পড় মারছেন এক কুস্তিগিরকে।

Advertisement

রাঁচীতে অনূর্ধ্ব ১৫ জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে শহিদ গণপত রাই ইন্ডোর স্টেডিয়ামে হাজির ছিলেন, জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ। তিনি উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদও বটে। সেখানেই এক জুনিয়র কুস্তিগিরকে তাঁর থাপ্পড় মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, বয়সের কারণে ওই কুস্তিগিরকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছিল না। তাই তাঁকে সুযোগ দেওয়ার আবেদন জানাতে পৌঁছে গিয়েছিলেন ফেডারেশনের সভাপতির কাছে। তখনই বিজেপি সাংসদ ব্রিজভূষণ মেজাজ হারিয়ে জুনিয়র কুস্তিগিরকে থাপ্পড় মারেন। এবং তার পরই মঞ্চ থেকে নেমে যান।

Advertisement

ঘটনার পর ব্রিজভূষণ জানিয়েছেন, ওই প্রতিযোগীকে অংশ নিতে দিলে তা অন্য কুস্তিগিরদের উপর প্রভাব পড়ত, সেই জন্যই তাকে নামতে দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement