জয়ী: চার দিনের খেলা শেষ তিন দিনেই। রঞ্জি ম্যাচ জিতে ফিরছে বিহার দল। বালুরঘাট স্টেডিয়ামে। ছবি: অমিত মোহান্ত
ফলোঅনের ছায়া স্পষ্ট হয়েছিল দ্বিতীয় দিনেই। তা করিয়েই চার দিনের খেলা তিন দিনেই শেষ করে ম্যাচটি জিতে নিল বিহার। ১৩৪ রান করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ মনোনীত হন বিহারের ইন্দ্রজিৎ কুমার। আর পুরো ম্যাচে মোট ১০টি উইকেট পেয়ে নজর কেড়েছেন বিহারের অলরাউন্ডার অভিজিৎ সাকেত।
সোমবার বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফি টুর্নামেন্টে একদিন হাতে থাকতেই তৃতীয় দিনে খেলা শেষ হয়ে যায়। বিহারের বোলারদের সামনে মণিপুরের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের দ্বিতীয় দিনের ছবিরই পুনরাবৃত্তি হয় এ দিনও।
রবিবার প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে মনিপুরের সংগ্রহ ছিল মাত্র ৪০ রান। এ দিন ৬ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে তারা। সেখান থেকে এ দিন সকালে মনিপুরের খেলোয়াড়েরা লাঞ্চের আগেই ৩৮.১ ওভারে ৫৪ রান করে সবাই আউট হয়ে যান। প্রথম ইনিংসে বিহারের ৪৪১ রানের জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে যাওয়ায় মণিপুরকে ফলোঅন করায় তারা।
আরও পড়ুন: নেটে মাথায়-পাঁজরে বল মারতেও ভাবে না বুমরা, বলছেন কোহালি
ফের ব্যাট করতে নেমে বিহারের অভিজিৎ সাকেত, শিবম কুমারদের বোলিংয়ের মুখে দিশেহারা হয়ে পড়ে মণিপুর দল। একমাত্র মণিপুরি অলরাউন্ডার রেক্স সিংহ ৭৭ রানে (৯৪ বলে) নটআউট থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুলতান (২১ রান) এবং আল বসিদ ও বিশ্বজিতের ১৩ রান ছাড়া দলের বাকি খেলোয়াড়েরা দু’অঙ্কের রানও করতে পারেননি। শেষে ১৫৪ রান করে মণিপুরের লড়াই শেষ হয়ে যায়। মণিপুরের প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৯৪ রান ও ১৫৪ রান, মোট ২৪৮ রানের সুবাদে বিহার ১৯৩ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায়।
বালুরঘাটে এই প্রথম আয়োজিত রঞ্জি ট্রফির খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মত। তবে রবিবার থেকেই বিহারের বোলাররা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেওয়ায় খেলা একপেশে হয়ে যায়। তারপর থেকেই আগ্রহ কমতে থাকে দর্শকদের। আর সেই কারণেই হয়ত গত দু’দিনের তুলনায় এ দিন বালুরঘাট স্টেডিয়ামে দর্শকদের ভিড় অনেকটাই কম ছিল।