ছবি ফেসবুক।
কোভিডের দ্বিতীয় ঢেউতে বেসামাল সিকিম। পরিস্থিতি সামাল দিতে ৫০০ শয্যার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। তবে তা নিয়ে আপত্তি তুলেছেন ভাইচুং ভুটিয়া। অভিযোগ দক্ষিণ সিকিমের নামচিতে দুটি মাত্র ফুটবল মাঠ রয়েছে। একটি বাইচুং-এর নামাঙ্কিত স্টেডিয়াম আর অন্যটিতেই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। এই নিয়েই আপত্তি জানিয়েছেন ভাইচুং।
আনন্দবাজার ডিজিটালকে ফোনে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘হাসপাতাল নিঃসন্দেহে দরকার। তবে ফুটবল মাঠটা ছেড়ে দেওয়া হলে বেশি ভাল হত। এটাই একমাত্র মাঠ বাচ্চাদের খেলার জন্য। গোটা দক্ষিণ সিকিমে আর কোনও মাঠ নেই। তবে হাসপাতাল তৈরির জন্য আরও অনেক জায়গা রয়েছে। সেখানে হাসপাতাল হলে ভাল হত। খেলার মাঠটা নষ্ট করা উচিত হবে না। এছাড়া এখন নতুন করে হাসপাতাল তৈরি করা অনেক খরচ সাপেক্ষ। নার্স, ডাক্তার অনেক কম সিকিমে। সেখানে নতুন হাসপাতাল তৈরি হলে লাভ হবে না।’’
এর পাশাপাশি রাজ্য সরকারের কোভিড প্রতিরোধে ভূমিকা নিয়েও খুশি নন ভাইচুং। তিনি বলেন, ‘‘সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করছে না ঠিক করে। অন্যান্য রাজ্য যেখানে টিকা কিনে রাজ্যবাসীকে দিচ্ছে, তখন সিকিমে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে, কেন্দ্র ব্যবস্থা না নিলে অবস্থা আরও ভয়াবহ হতে পারত।’’
বুধবার বিভিন্ন জায়গায় শাসক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) লকডাউন উপেক্ষা করেই ভাইচুংয়ের বিরুদ্ধে প্রচারে নামে। তা নিয়ে ভাইচুং বলেন, ‘‘সমস্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তায় নেমে প্রচার করা হল। একদিকে মানুষ মারা যাচ্ছে, আর অন্যদিকে সরকার আমার বিরুদ্ধে প্রচার করছে। তাও লকডাউনের মধ্যে।’’