Bridge

Asian Bridge Championship: এশীয় ব্রিজে দেশকে পদক জেতালেন বাংলার দুই খেলোয়াড়

এই জয়ের সঙ্গেই আগামী বছরের মার্চ মাসে ইটালিতে হতে চলা বিশ্ব ব্রিজ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৯:১৭
Share:

পদক নিয়ে দেবব্রত, সুমিত। ফাইল ছবি

ব্রিজে ভারত তথা শহরকে ফের গর্বিত করলেন বাংলার খেলোয়াড়রা। এশিয়া এবং মধ্য-পূর্ব ব্রিজ প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে খেতাব জিতলেন তাঁরা। এই জয়ের সঙ্গেই আগামী বছরের মার্চ মাসে ইটালিতে হতে চলা বিশ্ব ব্রিজ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করল ভারত।

Advertisement

ভারতীয় দলের ছয় খেলোয়াড়ের মধ্যে ছিলেন সুমিত মুখোপাধ্যায় এবং দেবব্রত মজুমদারও। দু’জনেই কলকাতার মেট্রো রেলের কর্মী। সুমিত এবং দেবব্রত ২০১৮-এ জাকার্তায় এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এ ছাড়াও জুটি বেঁধে সুমিত এবং দেবব্রত একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। সুমিত এই মুহূর্তে ভারতীয় রেলের ব্রিজ দলের অধিনায়ক।

বাংলার এই দুই খেলোয়াড়কে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। বিশ্ব ব্রিজ প্রতিযোগিতার জন্যেও আগাম শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। আগামী দিনে এ ভাবেই দেশ এবং শহরকে গর্বিত করবেন এই দুই খেলোয়াড়, এমনই আশা মনোজের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement