সফল: সিনিয়র দলের অভিজ্ঞতা কাজে লাগল প্রয়াসের। ফাইল চিত্র
অনূর্ধ্ব-১৯ চতুর্দলীয় ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স বাংলার প্রয়াস রায়বর্মণের। দশ ওভার বল করে মাত্র দশ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় ১৬ বছর বয়সি লেগস্পিনার। তার পরিসংখ্যান ১০-৪-১০-৩। প্রয়াসের সৌজন্যে ১০৬ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে তিন উইকেট হারিয়ে জয়সূচক রান তুলে দেয় ভারত ‘বি’।
প্রয়াস জানিয়েছে, বাংলার সিনিয়র দলে খেলার অভিজ্ঞতাই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আরও পোক্ত করে তুলেছে তাকে। মঙ্গলবার তিরুঅনন্তপুরম থেকে ফোনে প্রয়াস বলে, ‘‘সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেই সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি হয়েছি। বাংলার হয়ে নিয়মিত খেলার সুযোগ পেয়েছি। সেটাই অনূর্ধ্ব-১৯ স্তরে সাফল্যের কারণ। প্রথম ম্যাচে বেশি বৈচিত্র ব্যবহার করিনি। মূলত লেগস্পিনের উপরেই জোর দিয়েছি। দ্বিতীয় ম্যাচে গুগলি, ফ্লিপার সহ বাকি বৈচিত্র ব্যবহার করব।’’ বাংলার লেগস্পিনার স্বপ্ন দেখতে শুরু করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার। এই সিরিজ থেকে আগামী সফরের দল তৈরি হবে। চতুর্দলীয় সিরিজে আফগানিস্তান, ভারত ‘বি’-র পাশাপাশি খেলছে দক্ষিণ আফ্রিকা ও ভারত ‘এ’ দল। এখানে পারফর্ম করতে পারলে আসন্ন বিশ্বকাপ দলের রাস্তা তার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। গত বছরই যে প্রতিযোগিতা জিতে ফিরেছেন বাংলার পেসার ঈশান পোড়েল। প্রয়াসও স্বপ্ন দেখে ঈশানের মতো বিশ্বকাপ হাতে তুলবে।
প্রয়াস বলছিল, ‘‘এ বিষয়ে ঈশানের সঙ্গে কোনও কথা হয়নি। কিন্তু আমি দেখেছি বিশ্বকাপ জেতার পরে কত জনপ্রিয়তা বাড়ে। তবে আমার কাছে জনপ্রিয়তার চেয়েও বেশি জরুরি দেশের জন্য ট্রফি জেতা। সেই চেষ্টা চালিয়ে যেতেই হবে।’’ সামনেই আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দেড় কোটি টাকায় নিয়েছে তাকে। প্রাথমিক শিবিরের ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়ে ফিরেছে বঙ্গ লেগস্পিনার। এ বার বিরাট কোহালির দলে প্রথম একাদশে প্রবেশ করতে পারলেই স্বপ্নপূরণ হবে তার।