Bengal

ঈশানের ঝাড়খণ্ডকে হালকা ভাবে নিচ্ছে না অরুণ লালের বাংলা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২২:৫২
Share:

ঝাড়খণ্ডকে সমীহ করছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। ফাইল চিত্র।

ওড়িশাকে ৯ উইকেটে হারিয়ে রীতিমতো ফুটছে বঙ্গব্রিগেড। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে নামবে অনুষ্টুপ মজুমদারের দল। প্রতিপক্ষ ঈশান কিষাণের ঝাড়খণ্ড।

Advertisement

প্রথম একাদশ নিয়ে মুখ খুলতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচ যেহেতু ইডেনে তাই সকালে পিচ দেখে দল গড়তে চাইছেন কোচ অরুণ লাল। এখন উইনিং কম্বিনেশন ধরে রাখেন কিনা সেটাই দেখার। প্রথম ম্যাচে তামিলনাড়ুর কাছে ৬৬ রানে হেরে গিয়েছিল বাংলার পাশের রাজ্য। যদিও অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বিপক্ষকে হালকা ভাবে নিতে রাজি নন।

কারণ, বিপক্ষ দলে ঈশানের মতো বিস্ফোরক ব্যাটসম্যানের পাশাপাশি রয়েছেন সৌরভ তিওয়ারি, অনুকূল রায়, বিরাট সিংহের মতো পাওয়ার হিটার। এতো গেল ব্যাটিংয়ের কথা। বোলিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন বরুণ অ্যারন ও শাহবাজ নাদিমের মতো বহু যুদ্ধের নায়ক। তাই অনুষ্টুপ বলছিলেন, ‘‘গত ম্যাচে হেরে যাওয়া মানেই ওরা দুর্বল, এই ধারণা একেবারে ভুল। বিপক্ষে একাধিক ম্যাচ উইনার আছে। তাছাড়া ঝাড়খণ্ড এমন একটা দল, যারা এই ফরম্যাটে সবসময় বিপক্ষকে চমকে দেয়। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। নিজেদের শক্তি অনুযায়ী পারফরম্যান্স করতে পারলে এই ম্যাচেও জয় সম্ভব।’’

Advertisement

আরও পড়ুন: চোটের জন্য ইংল্যান্ড সিরিজেও হনুমাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি

গত ম্যাচে ওড়িশা ব্যাটিংয়ে ধস নামায় পেস ব্রিগেড। মোট ৮ উইকেট নিয়ে বিপক্ষকে গুঁড়িয়ে দেন ঈশান পোড়েল, আকাশ দীপ ও মুকেশ কুমার। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট এবার ত্রয়ীর কাছে আরও ভাল পারফরম্যান্সের দাবি করছে। এই প্রসঙ্গে অনুষ্টুপের ব্যাখ্যা, ‘‘ইডেনের পিচে পেস বোলাররা সবসময় বাড়তি সাহায্য পায়। তাই আমাদের পেসারদের কাছে আরও বাড়তি কিছু আশা করছি।’’

আরও পড়ুন: পিচে বিছানা নিয়ে শুয়ে পড়েছিলাম, বিহারীকে অশ্বিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement