সিন্ড্রেলা দাস। —ফাইল চিত্র।
বিশ্ব যুব টেবল টেনিস প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৫ বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গেল সিন্ড্রেলা দাস। চিনা তাইপেইয়ের চেন মিন সিনের কাছে ০-৪ গেমে হেরে গেল বাংলার খেলোয়াড়। সিন্ড্রেলার পক্ষে ম্যাচের ফল ৮-১১, ৬-১১, ৬-১১, ১৩-১৫।
ভারতের একমাত্র পদকের আশা ছিল সিন্ড্রেলাকে ঘিরে। সেমিফাইনালে উঠলে পারলেই পদক নিশ্চিত হয়ে যেত তার। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিত লড়াই করতে পারল না। ৩০ মিনিট ৭ সেকেন্ডের ম্যাচে শুধু চতুর্থ গেমেই কিছুটা প্রতিরোধ গড়ে তোলে সিন্ড্রেলা। প্রথম তিন গেম হারার পর আশা জিইয়ে রাখতে চতুর্থ গেম জিততেই হত তাকে।
আগের ম্যাচে কঠিন লড়াই করে সিন্ড্রেলা হারিয়েছিল ফ্রান্সের নিনা গুয়ো ঝেং। যে আদতে চিনের মেয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ গেমে জিতেছিল সিন্ড্রেলা। তাই তাকে ঘিরে পদকের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতীয় শিবির। কিন্তু স্বপ্ন প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় অধরাই থেকে গেল সেই স্বপ্ন। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম তিন গেমে সিনের বিরুদ্ধে সে ভাবে লড়াই করতে পারল না সিন্ড্রেলা। ০-৩ ব্যবধানে পিছিয়ে গিয়ে চাপে পড়ে যায় সে। চতুর্থ গেমে তুল্যমূল্য লড়াই করেও লাভ হল না।
বিশ্ব যুব প্রতিযোগিতায় দলগত ও ডাবলসে ভারতের প্রতিদ্বন্দ্বিতা আগেই শেষ হয়ে গিয়েছে। সিঙ্গলসেও সিন্ড্রেলা বাদে বাকি সকলে বিদায় নিয়েছিল আগেই। সিন্ড্রেলার হারে শেষ হয়ে গেল ভারতের সব চ্যালেঞ্জ।