Table Tennis

টিটি-তে বাংলার দাপট

ফাইনাল আজ, রবিবার সকালে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৫
Share:

প্রতীকী ছবি।

হায়দরাবাদে চলা জাতীয় সিনিয়র টেবল টেনিসে বাংলার মেয়েদের জয়জয়কার। বিভিন্ন অফিস দল এবং রাজ্য মিলিয়ে শেষ আটে ওঠা খেলোয়াড়দের মধ্যে ছয় জনই বাংলার মেয়ে। এঁরা হলেন, সুতীর্থা মুখোপাধ্যায়, অঙ্কিতা দাশ, ঐহিকা মুখোপাধ্যায়, মৌসুমি পাল, কৌশানি নাথ এবং কৃত্তিকা সিংহ রায়। রাতে মেয়েদের দুটি সেমিফাইনালের একটিতে মুখোমুখি হলেন সুতীর্থা (হরিয়ানা) এবং ঐহিকা (রিজার্ভ ব্যাঙ্ক)। অন্য ম্যাচে খেলবেন কৃত্তিকা (পিএসইবি) এবং অঙ্কিতা দাশ (বাংলা ‘বি’)। ফাইনাল আজ, রবিবার সকালে। মেয়েদের ডাবলসে বাংলা ‘এ’ দল ফাইনালে উঠল। পয়মন্তী বৈশ্য ও সুরভী পাটোয়ারি হারালেন রেলের সাগরিকা মুখোপাধ্যায় ও শ্রুতি আমুর্তেকে। ছেলেদের বিভাগে অর্জুন ঘোষ, আকাশ পালরা হেরে গেলেও রণিত ভঞ্জ উঠেছিলেন শেষ আটে। তবে শেষ চারে উঠতে পারলেন না তিনি। দারুণ লড়াই করে জি সাতিয়ানের কাছে হেরে গেলেন ২-৪ ফলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement