‘ব্যাগি গ্রিন’ টুপি পরে বেন স্টোকস। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম।
আইসিসি-র দশক সেরা টেস্ট এবং একদিনের দলে সুযোগ পেয়েছেন তিনি। টেস্ট দলে থাকার জন্য একটি বিশেষ টুপিও উপহার পেয়েছেন। কিন্তু সেই টুপিতে নাকি বড্ড বেশি অস্ট্রেলীয় ছোঁয়া রয়েছে। মজার ছলে এমনই অভিযোগ করেছেন বেন স্টোকস।
অস্ট্রেলীয় ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ‘ব্যাগি গ্রিন’ শব্দটি। নতুন কোনও ক্রিকেটার টেস্ট দলে সুযোগ পেলে তাঁর হাতে ঐতিহ্যশালী এই সবুজ রংয়ের টুপি তুলে দেওয়া হয়। এ ভাবে টুপির ডিজাইন করার জন্য মজার ছলে ক্ষমাও চেয়ে নিয়েছে আইসিসি।
বৃহস্পতিবার দুটি টুপি পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন স্টোকস। সঙ্গে লেখেন, “এই দুটো টুপি পরতে পেরে গর্বিত। তবে একটা টুপি মনে হচ্ছে ঠিক নয়। অনেকটা ব্যাগি গ্রিনের মতো।” আইসিসি জবাবে দুটি হাসির ইমোজি দিয়ে লিখেছে, “দুঃখিত স্টোকস।”
তবে ইংরেজ ক্রিকেটারের পিছনে লাগার সুযোগ ছাড়েননি অস্ট্রেলিয়ার মার্কাস নর্থ। স্টোকসের পোস্টের উত্তরে লিখেছেন, “তোমাকে ব্যাগি গ্রিনেই সবথেকে ভাল মানায় বন্ধু।”