বাড়িতেই করোনা পরিক্ষা করা হবে বিরাটদের। ছবি: টুইটার থেকে
ইংল্যান্ড যাওয়ার আগে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই। ২ জুন ইংল্যান্ডের বিমানে ওঠার আগে করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের দূরে রাখার সব রকম ব্যবস্থা করার চেষ্টা করছে ভারতীয় বোর্ড। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করে দিতে হয়েছে । ইংল্যান্ডের বিমান ধরার আগে তেমন কিছু ঘটতে দিতে রাজি নয় বোর্ড।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, “বাড়িতেই ৩ বার আরটিপিসিআর পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। ১৯ মে-র মধ্যে সব ক্রিকেটারকে মুম্বইয়ে আসতে হবে। ১৪ দিনের জন্য নিভৃতবাসে যেতে হবে সবাইকে।”
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত প্রায় সকলেই টিকার প্রথম ডোজ নিয়ে নিয়েছেন। ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা তাঁদের। সেই কর্তা বলেন, “কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উপরে সকলের জন্য টিকার অনুমতি দিয়েছে। ক্রিকেটাররা সকলেই প্রথম ডোজ নিয়েছে। ইংল্যান্ডের সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে দ্বিতীয় ডোজের জন্য।”