প্রতীকী ছবি
চতুর্থ দফার লকডাউনের শুরুতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা, সমস্ত স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হবে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য। কিন্তু সমর্থকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবা শুরু করেছে কী ভাবে আউটডোর অনুশীলন শুরু করা যায়। এত দিন ক্রিকেটাররা গৃহবন্দি অবস্থায় নিজেরা যতটা সম্ভব ট্রেনিং করেছেন। কিন্তু সে সব মূলত ফিটনেস ট্রেনিং। বোর্ড এ বার নৈপূণ্যের অনুশীলন শুরু করতে চায়। যেখানে ব্যাট-বল নিয়ে ক্রিকেটাররা ট্রেনিং করতে পারবেন। রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনাও করবে বোর্ড।
সিএবি কি ইডেনে ক্রিকেটারদের ট্রেনিংয়ের সুব্যবস্থা করবে? তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চায় না সিএবি। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সাফ উত্তর, ‘‘রবিবারই স্বরাষ্ট্রমন্ত্রক ও ভারতীয় বোর্ডের নির্দেশিকা হাতে পেয়েছি। আমরা ভাল করে সেই নির্দেশিকা পড়ে দেখব।’’