sourav ganguly

বোর্ডের দায়িত্বে সৌরভদের সময় বৃদ্ধির জন্য শুনানি হওয়ার কথা মঙ্গলবার

গত বছরই সৌরভ এবং জয়ের পদে থাকার সময় শেষ হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৪
Share:

৬ বছরের বেশি সময় ধরে বোর্ডের কোনও পদে রয়েছেন সৌরভ। —ফাইল চিত্র

ভারতীয় বোর্ডের প্রধান এবং সচিবের পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বোর্ড। গত মাসে সেই শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। মঙ্গলবার হওয়ার কথা সেই শুনানি। ভারতীয় বোর্ডের তরফে আরও ২ সপ্তাহের জন্য তা মুলতুবি করতে আর্জি জানানো হয়েছে।

Advertisement

সুপ্রিম কোর্টে বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি রবীন্দ্র ভাটের সামনে মঙ্গলবার এই মামলা ওঠার কথা। গত বছরই সৌরভ এবং জয়ের পদে থাকার সময় শেষ হয়ে গিয়েছে। ২০১৮ সালের অগস্টে সুপ্রিম কোর্টের অনুমোদিত বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সৌরভদের বাধ্যতামূলক ছুটিতে চলে যাওয়ার কথা। ভবিষ্যতে কী হবে সেই দিকেই তাকিয়ে সৌরভরা।

২০১৪ সালে বাংলার ক্রিকেট বোর্ডের (সিএবি) প্রধান ছিলেন সৌরভ। জয় ২০১৩ সালে গুজরাত ক্রিকেট বোর্ডে যোগ দেন সহ-সচিবের পদে। ২ জনেই ৬ বছরের বেশি সময় ধরে বোর্ডের কোনও পদে রয়েছেন। নিয়ম অনুযায়ী ৬ বছর পদে থাকার পর বাধ্যতামূলক ছুটিতে যাওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম অনুযায়ী সৌরভদের বোর্ডের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা। সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement