India vs England 2021

তৃতীয় টেস্টে ফিরতে পারেন শামি, নবদীপ, ঘোষণা হতে পারে টি২০ দলও

টি২০ বিশ্বকাপের কথাও ভাবতে শুরু করে দিয়েছে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১০:৫৪
Share:

টেস্ট দলে ফিরতে পারেন নবদীপ এবং শামি। ছবি: টুইটার থেকে

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। নবদীপ সাইনি চোট পান গাব্বায়। ২ ভারতীয় পেসার আপাতত সুস্থ হয়ে উঠেছেন। তৃতীয় টেস্ট থেকে তাঁরা দলে ফিরতে পারেন বলেও মনে করা হচ্ছে। বিজয় হজারে ট্রফিতে রাজ্য দলে যোগ দিতে বারণ করে দেওয়া হয়েছে তাঁদের।

Advertisement

ভারতীয় দলে পেসার হিসেবে রয়েছেন যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজ। মোতেরা স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টের আগে শামি এবং সাইনিকেও দলের সঙ্গে যোগ করে দেওয়া হতে পারে। দ্বিতীয় টেস্ট শেষ হলে বাকি টেস্টের দল ঘোষণা করা হবে। ঘোষণা করা হতে পারে টি২০ সিরিজের দলও। বোর্ডের তরফে বলা হয়, “সাইনি জাতীয় অ্যাকাডেমিতে অনুশীলন করছে পুরো দমে। দিল্লি ওকে বিজয় হজারের জন্য দলে চেয়েছিল, কিন্তু তৃতীয় টেস্টের কথা ভেবে ওকে দিল্লি দলে যোগ দিতে বারণ করা হয়েছে।”

টি২০ বিশ্বকাপের কথাও ভাবতে শুরু করে দিয়েছে ভারত। করোনা অতিমারির জন্য ‘ভারত এ’ দল খেলার সুযোগ পায়নি। কবে থেকে পাবে তা এখনও জানা যায়নি। সেই কারণে ভারতীয় দল বেশ কিছু টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটারকে নিয়ে দল গড়তে চলেছে। সেই দল জাতীয় অ্যাকাডেমিতে এবং বিরাট কোহালিদের সঙ্গে অনুশীলন করবে। ঈশান কিষাণ, নীতিশ রানা, সিদ্ধার্থ কলের মতো ক্রিকেটারদের রাখা হতে পারে এই দলে। এই কারণেই রানাকে দিল্লি দলের অধিনায়ক করা হয়নি বলে জানা গিয়েছে বোর্ড সুত্রে।

Advertisement

সীমিত ওভারের ক্রিকেটে ফিরতে পারেন ঋষভ পন্থ। টেস্ট সিরিজে ব্যাটসম্যান এবং উইকেটকিপার পন্থ নজর কেড়েছেন। টি২০ এবং একদিনের দলেও তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে সঞ্জু স্যামসনদের সুযোগ পেতে আরও অপেক্ষা করতে হবে তা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement