Bangladesh

ইতিহাস তৈরি হল বাংলাদেশের ক্রিকেটে, সৌজন্যে মুশফিকুর, মুস্তাফিজুর

সিরিজের প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে করোনা হানা দেয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১২:৩৬
Share:

উইকেট নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: টুইটার থেকে

দ্বিতীয় একদিনের ম্যাচেও জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রথম বারের জন্য এই কীর্তি গড়লেন মুশফিকুর রহিমরা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি প্রথম সিরিজ জয় বাংলাদেশের।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রানে জিতল বাংলাদেশ। শতরান করেন মুশফিকুর। ১২৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের উইকেটরক্ষক। ২৪৬ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ করে ১৪১ রানে। মেহেদি হাসান এবং মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন। ৩ ম্যাচের একদিনের সিরিজে ২-০ এগিয়ে গেল বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে করোনা হানা দেয়। প্রথমে ৩ জন করোনা আক্রান্ত বলে জানা গেলেও দ্বিতীয় বার পরীক্ষা করা হলে জানা যায় এক ক্রিকেটার করোনা আক্রান্ত। তাঁকে বাইরে রেখেই শুরু হয় প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচ হবে কি না সেই নিয়েও সন্দেহ দেখা যায়। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচ খেলা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement