সিরিজ জিতে নিল বাংলাদেশ। ছবি টুইটার
ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে হারিয়ে দিল বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে তারা তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০ ফলে। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ জিতল ৭ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৪৮ রান তোলে। জবাবে বাংলাদেশ ১৬ ওভারেরও বেশি বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশকে জেতান মেহিদি হাসান মিরাজ।
টস জিতে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মহম্মদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তাদের সর্বোচ্চ রান রোভম্যান পাওয়েলের ৪১। বাকিরা কেউ মিরাজের বলের সামনে দাঁড়াতে পারেননি। এই অফ স্পিনার ৪ উইকেট নেন। এছাড়া সাকিব অল হাসান এবং মুস্তাফিজুর রহমান ২টি করে এবং হাসান মাহমুদ ১টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের কোনও সমস্যাই হয়নি। তামিম ইকবাল ৫০ রান করেন। সাকিব ৪৩ রান করে অপরাজিত থাকেন। লিটন দাস ২২ এবং নাজমুল হোসেন শান্ত ১৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, জেসন মহম্মদ ও রেমন্ড রিফার ১টি করে উইকেট নেন।