মাত্র ১৩ রান করে ফিরে যান তামিম। ছবি: টুইটার থেকে
নিউজিল্যান্ডের পিচে যেন দিশেহারা তামিম ইকবালরা। সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৩১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৮ উইকেট বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর। ৫৪ বলে ২৭ রান করেন তিনি। মাত্র ১৩ রান করে ফিরে যান তামিম। লিটন দাস করেন ১৯ রান। ৪১.৫ ওভারে ১৩১ রান করে দশ উইকেট হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের সামনে স্বচ্ছন্দ দেখায়নি কোনও বাংলাদেশি ব্যাটসম্যানকে। ম্যাচে ৪ উইকেট নেন কিউই পেসার। মিচেল স্যান্টনার এবং জিমি নিশাম নেন দুটি করে উইকেট। ম্যাট হেনরি নেন একটি উইকেট।
ব্যাট করতে নেমে ঝড় তোলেন কিউই ওপেনার মার্টিন গাপ্টিল। ১৯ বলে ৩৮ রান করেন তিনি। হেনরি নিকলস ৫৩ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ২১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।