Lakshya Sen

Lakshya Sen: সুইস ওপেন থেকে কেন নাম প্রত্যাহার করলেন লক্ষ্য সেন

লক্ষ্য সেন না থাকলেও সুইস ওপেনে খেলবেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্তরা। তাঁরা কেউই বার্মিংহামে শেষ আটে পৌঁছতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২০:২২
Share:

লক্ষ্য সেন। —ফাইল ছবি

টানা খেলার ধকলে ক্লান্ত লক্ষ্য সেন। চাই বিশ্রাম। তাই সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন সদ্য অল ইংল্যান্ড ওপেনের রানার-আপ লক্ষ্য।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুইস ওপেন। কিন্তু লক্ষ্য আপাতত বিশ্রাম চান। গত দু’সপ্তাহ টানা খেলে ক্লান্ত ২০ বছরের এই শাটলার। ক্লান্তি কাটিয়ে আবার কোর্টে ফিরতে চান তিনি। যাতে ১০০ শতাংশ দিতে পারেন ব্যাডমিন্টনকে। উল্লেখ্য, জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি।

Advertisement

সুইস ওপেনে অবশ্য খেলবেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্তরা। তাঁরা কেউই বার্মিংহামে শেষ আটে পৌঁছতে পারেননি। শ্রীকান্ত কোনও যোগ্যতা অর্জনকারীর বিরুদ্ধে খেলবেন প্রথম রাউন্ডে। সিন্ধুর প্রতিপক্ষ বিশ্বের ৩২ নম্বর ডেনমার্কের হমার্ক কায়ার্সফেল্ড। সাইনাকে প্রথম রাউন্ডে খেলতে হবে সপ্তম বাছাই চিনের ওয়াং জি ই-র বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement