লক্ষ্য সেন। —ফাইল ছবি
বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেন এবং তার আগে জার্মান ওপেনে রানার্স হওয়ার সুবাদে ক্রমতালিকায় নবম স্থানে উঠে এলেন লক্ষ্য।
গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়ার পর এ বছর জানুয়ারি মাসে ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন হন ২০ বছরের শাটলার। তার পর গত দু’সপ্তাহে পর পর দু’টি প্রতিযোগিতায় রানার্স। দুরন্ত ছন্দে রয়েছেন লক্ষ্য। বিশ্ব ক্রমতালিকায় দু’ধাপ এগিয়েছেন লক্ষ্য। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লুএফ) শেষ যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতেই জীবনের সেরা জায়গায় পৌঁছেছেন তিনি।
লক্ষ্যর র্যাঙ্কিং পয়েন্ট ৭৪,৭৮৬। বিডব্লিউএফ ক্রমতালিকার শীর্ষে রয়েছেন অলিম্পিক্স ও সদ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। তালিকার ১২ নম্বরে রয়েছেন কিদম্বী শ্রীকান্ত। মহিলাদের ক্রমতালিকায় সপ্তম স্থানেই রয়েছেন পিভি সিন্ধু। দু’ধাপ এগিয়ে ২৩ নম্বরে রয়েছেন সাইনা নেহওয়াল। পুরুষদের ডাবলস ক্রমতালিকায় ভারতের চিরাগ শেট্টি-সাত্বিকসাইরাজ রনকিরেড্ডি জুটি এক ধাপ এগিয়ে ক্রমতালিকার সপ্তম স্থানে রয়েছে। মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি-গায়ত্রী গোপীচন্দ ১২ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন। এই তালিকার ২০ নম্বরে রয়েছেন অশ্বিনী পোনাপ্পা-এন সিক্কি রেড্ডি জুটি।
ভারতের পঞ্চম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছন লক্ষ্য। তাঁর আগে ১৯৪৭ সালে প্রকাশ নাথ, ১৯৮০ এবং ১৯৮১ সালে প্রকাশ পাড়ুকোন, ২০০১ সালে পুল্লেলা গোপীচন্দ, ২০১৫ সালে সাইনা নেহওয়াল বার্মিংহামের প্রতিযোগিতার ফাইনালে উঠে ছিলেন।