badminton

Badminton: রাজ্য ব্যাডমিন্টনে জয়ী অয়ন, উৎসবা

ছেলেদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে কৌশিক পাল এবং পল্লব বসু জুটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

ইয়োনেক্স সানরাইজ় তৃতীয় রাজ্য সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষ এবং মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন অয়ন পাল এবং উৎসবা পালিত।

Advertisement

শনিবার ফাইনালে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত ছন্দে থাকা অয়ন হারিয়েছেন অনির্বাম মণ্ডলকে। তবে তিন গেমের ম্যাচে যথেষ্ট লড়াই হয়েছে। ১২-২১ পয়েন্টে প্রথম ম্যাচ হারের পরেই ঘুরে দাঁড়ান। পরের দুই ম্যাচ জেতেন ২১-১৮, ২১-১২ পয়েন্টে। এর আগে সেমিফাইনালে অয়ন ১৭-২১, ২১-১৪, ২১-৮ পয়েন্টে হারান অরুনাংশু পাত্রকে। তবে মেয়েদের সিঙ্গলস ফাইনাল হয়েছে একপেশে। উৎসবা ২১-১১, ২১-৮ ফলে সুতন্বী সরকারকে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়নের সম্মান ছিনিয়ে নেন। সেমিফাইনালেও উৎসবাকে ম্যাচ জিততে খুব একটা পরিশ্রম করতে হয়নি। ২১-১৩, ২১-১৩ ফলে উৎসবা হারান সঞ্চালি দাশগুপ্তকে।

ছেলেদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে কৌশিক পাল এবং পল্লব বসু জুটি। তাঁরা ২১-১৭, ১১-২১, ২১-১১ ফলে হারিয়েছেন আদিত্য মণ্ডল এবং সৈকত বন্দ্যোপাধ্যায় জুটিকে। মেয়েদের ডাবলসে মণিদীপা দে এবং উৎসবা পালিত ১৮-২১, ২২-২০, ২১-১৭ ফলে হারিয়েছেন মুস্কান চট্টোপাধ্যায় এবং সায়নী সরকার জুটিকে। সিঙ্গলসের সঙ্গে মেয়েদের ডাবলসেও সফল উৎসবা।

Advertisement

মিক্সড ডাবলসের ফাইনালে পল্লব বসু এবং মুস্কান চট্টোপাধ্যায় জুটি হারিয়েছে অরূপ বৈদ্য এবং সুতন্বী সরকার জুটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement